শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্য কয়েকটি জায়গায় সন্ত্রাস করার চেষ্টার অভিযোগে এবার নদিয়া জেলা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হাতে গ্রেপ্তার হল আরও এক অভিযুক্তকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ। ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর সিজেএম আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল।
এই বিষয়ে সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানান ,'আদালত ধৃতের তিন দিনের হেফাজত মঞ্জুর করেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ফের তাকে আদালতে পেশ করা হবে।' সূত্রের খবর,ধৃত বিপ্লব মুর্শিদাবাদ এবং রাজ্যের অন্য এলাকার কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে এবিটি-র সংগঠন বাড়ানোর কাজ করছিল। এসটিএফের সন্দেহ, বিপ্লব বাংলাদেশি নাগরিকও হতে পারে। তার কাছ থেকে বেশ কিছু আপত্তিজনক নথিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে আজই বহরমপুর আদালতে হরিহরপাড়া এবং নওদা থেকে এবিটি-র জঙ্গি সন্দেহে ধৃত ৪ জন এবং খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলামকেও পেশ করা হয়। আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে। সূত্রের খবর ,জঙ্গি সন্দেহে ধৃত ছ'জনের মধ্যে তিন জনের 'ভয়েস স্যাম্পল' নেওয়ার জন্য আজ এসটিএফের তরফে আদালতে আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহরান এবং নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মিনারুল শেখ এবং আব্বাস আলী নামের দুই যুবককে। আব্বাস হরিহরপাড়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে এবিটি-র সংগঠন বাড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। পরে নওদা থানা এলাকা থেকে ধরা পরে সাজিবুল শেখ এবং মোস্তাকিন মন্ডল নামে আরও দু'জন।
অন্যদিকে একই সময়ে দক্ষিণ ভারতের কেরালায় 'অপারেশন প্রঘাত'-এ অসম পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয় মহম্মদ সাব শেখ নামে এক বাংলাদেশী নাগরিক। পরবর্তীকালে তদন্তে জানা যায় সাব ভুয়ো পরিচয় পত্র বানিয়ে নওদা এবং হরিহরপাড়া এলাকায় গত প্রায় ১০ বছর ধরে আত্মীয়দের বাড়িতে থাকছিল। প্রায় একই সময়ে অসম এসটিএফ -এর হাতে কোকরাঝাড় থেকে ধরা পড়ে নুর ইসলাম নামে এবিটি-র এক 'সদস্য'।
এবিটি-র জঙ্গি সন্দেহে ধৃত এই চার ব্যক্তির সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে জেলবন্দি এক জঙ্গির ঘনিষ্ঠ যোগ ছিল বলে পশ্চিমবঙ্গ এসটিএফ তাদের তদন্ত জানতে পারে। বহরমপুরে জেল বন্দি থাকাকালীন সময়ে তারিকুল অনেক মগজ ধোলাই করে অনেক জঙ্গি সংগঠনে নিয়োগের প্রস্তাব দিত। সঙ্গে লোভনীয় অফার।
নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা